চিনির লোভ সামলাতে না পারলে যেমন জাঁকিয়ে বসবে ডায়াবেটিস, তেমনই চড়চড়িয়ে বাড়বে ওজন। বিজ্ঞানীরা বলছেন, প্রাচীনকালে চিনির কোনও ব্যবহারই ছিল না। চিনির পরির্বতে মানুষ প্রাকৃতিক মিষ্ঠান্ন গ্রহন করতো। ফলে, প্রাচীনকালে ছিল না ডায়াবেটিস, ছিল না বাড়তি ওজনের ভয়।
দুলাল চন্দ্র ভড়ের বিখ্যাত তালমিছরি ( ১ কেজি )
৪৯০
টাকা